December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Dhaka University

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাবিতে ১০০ সিসি ক্যামেরা লাগানো হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ও সকল প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০০টি ক্লোসড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অধীনে এসব ক্যামেরা লাগানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বিশ্বব্যাংকের তত্ত্বাবধান ও ইউজিসির অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্প- ‘হেকেপ’ এর আধীনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) সিসি ক্যামেরার একটি প্রজেক্ট হাতে নেয়। ‘ই-প্রেজেন্স’ নামে প্রজেক্টটির অধীনে ১১৩টি ক্যামেরা ছিল। ক্যাম্পাসের নীলক্ষেত মোড় থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের সামনে এই প্রজেক্টের ক্যামেরাগুলো আছে। বছর দুয়েক আগে প্রজেক্টটির মেয়াদ শেষ হয়ে যায়।

প্রজেক্টটিতে ব্যবহৃত ক্যামেরাগুলো থাকলেও নেটওয়ার্ক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ইস্যুতে ক্যামেরাগুলোর সংযোগ এখন পুরোপুরি বিচ্ছিন্ন। সংযোগ বিচ্ছিন্ন এই ক্যামেরাগুলোতে নতুন করে সংযোগ দিয়ে মোট ১০০টি ক্যামেরার মধ্যে ৬০টি ক্যামেরা পুনরায় নীলক্ষেত মোড় থেকে রোকেয়া হল পর্যন্ত, টিএসসির আশেপাশে, টিএসসি থেকে রাসেল টাওয়ার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার দিয়ে শক্তি ইন্সটিটিউট পর্যন্ত এলাকাগুলোর রাস্তায় ক্যামেরাগুলো লাগানো হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলোতে মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। সাধারণত গণরুম, পলিটিক্যাল রুমে এসব চুরি হচ্ছে। যার অধিকাংশই ঘটছে সিসি ক্যামেরার অপ্রতুলতার কারণে।

নতুন করে ১০০টি ক্যামেরা লাগানো হলে চুরিসহ সব ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে আসবে বলে মনে করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। তিনি সংবাদমাধ্যমকে জানান, করোনার আগেই সিসিটিভির কাজ করার কথা থাকলেও আমরা কোভিড ইস্যুতে দুই বছর পিছিয়ে পড়েছি। ১০০টি নতুন সিসিটিভি ক্যামেরা লাগানো হবে নীলক্ষেত থেকে টিএসসি, টিএসসি থেকে শহীদ মিনার হয়ে শক্তি ইন্সটিটিউট পর্যন্ত।

Share করে সবাইকে জানিয়ে দিন।
.
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *