December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Google

অ্যান্ড্রয়েড ফোন থেকে গ্রাহকদের আর্থিক লেনদেনের তথ্য চুরি হচ্ছে

স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সংরক্ষণ করেন অনেকেই। কেউ আবার নিয়মিত অর্থও লেনদেন করেন। আর তাই ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের তথ্য চুরি করতে অ্যাপের মাধ্যমে ফোনে ‘অ্যানাতসা’ ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে একদল সাইবার অপরাধী। সংগ্রহ করা তথ্য কাজে লাগিয়ে গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করছে তারা।

গুগল প্লে স্টোরে থাকা চারটি অ্যাপে অ্যানাতসা ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘থ্রেটফেব্রিক’। প্রতিষ্ঠানটির তথ্যমতে, অ্যানাতসা ম্যালওয়্যারযুক্ত অ্যাপগুলো গুগল প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় ব্যবহারকারীরাও নিশ্চিন্তে সেগুলো নামিয়ে থাকেন। ফলে ম্যালওয়্যারটি সহজে ফোনে প্রবেশ করে আর্থিক লেনদেনের তথ্য ও পাসওয়ার্ড সংগ্রহ করে নির্দিষ্ট সার্ভারে পাঠিয়ে দেয়।

অ্যানাতসা ম্যালওয়্যারযুক্ত চারটি অ্যাপ হলো ‘পিডিএফ রিডার-এডিট অ্যান্ড ভিউ পিডিএফ’, ‘পিডিএফ রিডার অ্যান্ড এডিটর’, ‘অল ডকুমেন্ট রিডার অ্যান্ড এডিটর’ ও ‘অল ডকুমেন্ট রিডার অ্যান্ড ভিউআর’। থ্রেটফেব্রিকের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহারকারীদের ফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের ফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, রূপ বদলে ফেলে নতুন কোনো অ্যাপের মাধ্যমে আবার ব্যবহারকারীদের ফোনে প্রবেশ করতে পারে ম্যালওয়্যারটি। আর তাই ম্যালওয়্যারটি থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই অ্যাপ নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।
সূত্র: ডেইলি মেইল

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *