আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। আইফোনে সহজেই ব্যবহার করা যাবে ওপেনএআইর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি। নতুন এ সুবিধা দিতে এরই মধ্যে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ উন্মুক্ত করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আইওএস অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাপটি কাজে লাগিয়ে চ্যাটজিপিটির সব সুবিধাই ব্যবহার করা যাবে।
চ্যাটজিপিটি অ্যাপ ব্যবহারের জন্য বাড়তি কোনো খরচ করতে হবে না আইফোন ব্যবহারকারীদের। তবে অর্থের বিনিময়ে ‘চ্যাটজিপিটি প্লাস’ সংস্করণ ব্যবহার করলে অ্যাপটিতে বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, চ্যাটজিপিটিতে নতুন কোনো সুবিধা যুক্ত হলে বা হালনাগাদ সংস্করণ এলে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীরা সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন।
ওপেনএআই জানিয়েছে, অ্যাপটি কাজে লাগিয়ে চ্যাটজিপিটির সঙ্গে বার্তা আদান-প্রদানের ইতিহাস আইফোনে সংরক্ষণ করা যাবে। চাইলে এসব তথ্য কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রে পাঠাতেও পারবেন ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইফোন ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য দেশ থেকেও অ্যাপটি ব্যবহারের সুযোগ মিলবে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেকোনো বার্তার উত্তর দ্রুত এবং নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে।
সূত্র: রয়টার্স, জেডডিনেট
Let everyone know by sharing.
Page Link – bdengineer.com
Page Link- Engineers Job in Bangladesh