December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Career Corporate Jobs General Jobs Jobs- Engineers Private Sector Jobs

একজন ফ্রেশার হিসেবে প্রথম প্রায়োরিটি কি হওয়া উচিত

একজন ফ্রেশার হিসেবে প্রথম প্রায়োরিটি কি হওয়া উচিত

একজন ফ্রেশার হিসেবে অন্য সব কিছুর চেয়ে আপনার কাছে প্রধান এবং প্রথম প্রায়োরিটি হওয়া উচিত কাজ।

অভিযোগ করা বন্ধ করুন। একটি প্রতিষ্ঠান সব দিক থেকেই যথার্থ হবে এরোকম সম্ভাবনা ক্ষীণ।
তাই এটা ভালোনা পরেরটা ভালো হবে এমন চিন্তা ঝেড়ে ফেলুন।এমন অনেককেই বলতে শুনেছি এখানে তো কন্টিনিউ করবোনা এত মনযোগ দিয়ে কাজ করে কি করবো। আমিতো এই সেক্টরই পরিবর্তন করবো প্রডাক্ট নলেজ দিয়ে কি করবো। প্রকৃতপক্ষে এভাবেই শেষ হয়ে যায় একটি সম্ভাবনাময় ক্যারিয়ার।
পরের কোম্পানিতে একশো পারসেন্ট দিবো, তার পরের কোম্পানিতে একশো পারসেন্ট দিবো এভাবে যারা বলে তাদের পরের কোম্পানি আর শেষ হয়না।
ফলস্বরূপ কোম্পানিগুলোতো ক্ষতিগ্রস্ত হয়ই তার চেয়ে বেশি ক্ষতি হয় নিজের। কারন এভাবে যারা নেক্সট খুজতে থাকে বস্তুত তাদের আত্মবিশ্বাসে ব্যাপকভাবে ঘাটতি দেখা দেয়।

অনেক সময় আপনি পলিটিক্সের স্বীকার হবেন,আপনার বস আপনাকে কাজ শিখাতে চাইবে না, প্রত্যাশার চেয়ে কম সেলারি পাবেন
এগুলো সব নেগোশিয়েবল। কারন এগুলো পরেও পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দিন শেষে আপনি কতটুকু লার্নিং করেছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে।

বস যদি কাজ শেখাতে না চাই বসের সাথে সম্পর্ক ভালো করুন। বস কি পছন্দ করে এবং কি করেনা সেই অনুযায়ী আচরন করেন। যেমন আমি আবিষ্কার করতে পেরেছিলাম যে যেদিন আমি বসকে বলতাম আপনার সাথে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের সেদিন তিনি নতুন উদ্যোমে আমাকে কাজ শেখাতেন।

মোটকথা বকা শুনে হোক, অনুরোধ করে হোক আর তেল মেরে হোক। কাজ আপনাকে শিখতে হবেই কোথাও কমতি রাখা যাবেনা।
যদি তাতেও কাজ না হয় আপনার আশে পাশে নিশ্চয় দুই একজন মহানুভব সিনিয়র কলিগ আছে তাদের কাছ থেকো শিখুন।
দুই একটা টার্মস না বুঝলে বাসায় এসে গুগল, ইউটিউবে ঘাটাঘাটি করেন পেয়ে যাবেন।

শিখার দিক থেকে কখনো ছাড় দিবেন না কারন একমাত্র এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে।

From- Tauhidul Islam
Junior Executive (S&M) at Dekko Acsossories Ltd
Linkedin Profile – Tauhidul Islam

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *