‘নিয়ারবাই’ সুবিধা কাজে লাগিয়ে তারের সংযোগ ছাড়াই কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড–চালিত স্মার্টফোনে সহজে ফাইল আদান-প্রদান করা যায়। ছবি ও ফাইল পাঠানোর এ সুবিধা কাজে লাগিয়ে চাইলে কম্পিউটার থেকে ফোনে সংক্ষিপ্ত লেখা বা লিংকও পাঠানো সম্ভব। কম্পিউটার থেকে ফোনে লেখা বা লিংক পাঠানোর পদ্ধতি দেখে নেওয়া যাক—
ফোনে লেখা বা লিংক পাঠানোর জন্য কম্পিউটার ও ফোনে অবশ্যই নিয়ারবাই শেয়ার অ্যাপ, ওয়াই-ফাই ও ব্লু-টুথ সুবিধা চালু থাকতে হবে। এরপর কম্পিউটারে থাকা নির্দিষ্ট লেখা বা লিংক কপি করতে হবে। এবার কম্পিউটারে চালু থাকা নিয়ারবাই শেয়ার অ্যাপে লেখা বা লিংকটি পেস্ট করলেই সেটি ফোনের নিয়ারবাই শেয়ার অ্যাপে দেখা যাবে।
উল্লেখ্য, নিয়ারবাই শেয়ার অ্যাপ উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সব অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ব্যবহার করা যায়। এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ১৬ ফুট দূরে থাকা কম্পিউটার বা ফোনে ফাইল, ছবি, অডিও, ভিডিওর পাশাপাশি চাইলে পুরো ফোল্ডারও আদান-প্রদান করা সম্ভব।
From- আহসান হাবীব
ProthoAlo
Let everyone know by sharing.
Page Link – bdengineer.com
Page Link- Engineers Job in Bangladesh