খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পরীক্ষা ১৫ দিন পেছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৭ নভেম্বর) এ দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলানো ছাড়াও সকাল থেকে ক্লাস বর্জন করেছেন তারা।
জানা যায়, তালা ঝুলানোর কারণে ক্যাম্পাসে কোনো গাড়ি ঢুকতে বা বের হতে পারেনি। সকাল থেকে ক্লাস বর্জন করে নিজ নিজ বিভাগের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। কেউ কেউ সেখানে ক্রিকেটও খেলেন। তবে পেছনের ছোট গেট দিয়ে শিক্ষার্থীরা ঢুকতে ও বের হতে পেরেছেন।
শিক্ষার্থীদের দাবি, করোনার কারণে লেখাপড়া ব্যাহত হয়েছে, তাই পরীক্ষা ১৫ দিন পেছানোর দাবি জানানো হয়েছে।
কুয়েট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান, এমন পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার তিনজন ডিন ও ১৫-২০ জন শিক্ষার্থীকে নিয়ে বৈঠকে বসেছেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh