চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে। এই অভিযোগ তদন্তে মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন,
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘উপ-সহকারী প্রকৌশলী আমির আবদুল্লাহ খানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
জানা গেছে, প্রকৌশলী আমির আবদুল্লাহ খান প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখায় উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।
সূত্র জানায়, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন ব্যক্তি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এ অভিযোগ করেন। পরে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) অভিযোগ তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রণালয়।
গত সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস না করেও আমির আবদুল্লাহ খান জালিয়াতির মাধ্যমে চাকরি করতেন বলে যে অভিযোগ উঠেছে, তাও তদন্ত করতে বলা হয়েছে ওই চিঠিতে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন আগামী সাত কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, উপসহকারী প্রকৌশলী আমির আব্দুল্লাহ খানের সনদ জালিয়াতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদকে। এছাড়া শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তারকে সদস্য সচিব ও আঞ্চলিক কর্মকর্তা-১ রেজাউল করিমকে সদস্য করা হয়েছে।
New Collect from The Daily Star