চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের লেভেল-১ টার্ম-১–এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ২০২৩ সালের ১ জানুয়ারি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, সেন্টার চেয়ারম্যান ও হল প্রভোস্টদের সমন্বয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরসংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হবে। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে উপস্থিত থাকবেন এবং সেখানে বিভাগ থেকে তাঁদের বরণ করে নেওয়া হবে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh