December 23, 2024
Chicago 12, Melborne City, USA
CUET Govt. Jobs

চুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চুয়েট

ট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মোট ১৯টি পদে শিক্ষকসহ বিভিন্নি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এরমধ্যে ১১টি পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রের জন্য রয়েছে নির্ধারিত ফরমেট। এই ফরম্যাট চুয়েটের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

পদের নাম :অধ্যাপক

ক) যন্ত্রকৌশল বিভাগ-১টি

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ-১টি

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা

বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর

পদের বিবরণ:

ক) রেজিস্ট্রার-১টি

খ) পরীক্ষা নিয়ন্ত্রক-১টি

বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা

বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর

পদের নাম: সহযোগী অধ্যাপক

ক) যন্ত্রকৌশল বিভাগ-১টি

খ) তড়িত্ ও ইলেক: কৌশল বিভাগ-২টি

বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা

বয়স: সর্বোচ্চ ৪৮ বছর

পদের নাম: তত্ত্বাবধায়

প্রকৌশলী-১টি

বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা

বয়স: সর্বোচ্চ ৪৮ বছর

পদের নাম: উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ১টি পদ

বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ টাকা

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

পদের নাম: সহকারী অধ্যাপক

ক) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ-১টি (অধ্যাপক পদের বিপরীতে)

খ) ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ-৪টি পদ (স্হায়ী-৩টি এবং সহযোগী অধ্যাপক পদের বিপরীতে-১টি)

গ) পানিসম্পদ কৌশল বিভাগ-১টি পদ (অধ্যাপক পদের বিপরীতে)

ঘ) তড়িত্ ও ইলেক. কৌশল বিভাগ-১টি পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)|

বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

পদের বিবরণ:

ক) সহকারী রেজিস্ট্রার (আইন/এস্টেট)-১টি পদ

খ) সহকারী রেজিস্ট্রার (সমম্বয়)-১টি পদ

গ) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক-১টি পদ|

বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

পদের নাম: প্রভাষক

ক) স্হাপত্য বিভাগ-১টি পদ (অধ্যাপক পদের বিপরীতে)

খ) ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-১টি পদ

গ) ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ-২টি পদ (অধ্যাপক পদের বিপরীতে)

ঘ) তড়িত্ ও ইলেক. কৌশল বিভাগ-২টি পদ

ঙ) পানিসম্পদ কৌশল বিভাগ-১টি পদ

চ) মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ-২টি পদ|

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

বয়স: ১৮-৩০ বত্সর

পদের নাম: প্রভাষক

সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (সিইএসইআর)-১টি পদ

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

বয়স: ১৮- ৩০ বছর

পদের বিবরণ:

ক) সহকারী কম্পিউটার প্রোগ্রামার-১টি পদ (কম্পিউটার প্রোগ্রামার পদের বিপরীতে)

খ) সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার-১টি পদ

গ) সহকারী প্রোগ্রামার-১টি পদ (প্রোগ্রামার পদের বিপরীতে)

ঘ) অ্যাকাউন্টস অফিসার (পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর)-১টি পদ|

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

বয়স: ১৮-৩০ বছর

পদের নাম:

ক) ক্যামরাম্যান-১টি পদ

খ) সহকারী টেকনিক্যাল অফিসার (তড়িত্ ও ইলেক. কৌশল বিভাগ)-১টি পদ

গ) জুনিয়র একাউন্টস অফিসার-১টি পদ

ঘ) ওয়ার্ডেন/সুপারিনটেনডেন্ট (মহিলা)-২টি পদ

ঙ) সহকারী স্টোর অফিসার (প্রকৌশল দপ্তর)-১টি পদ|

বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

বয়স: ১৮-৩০ বছর

পদের বিবরণ:

হিসাব রক্ষক-১টি পদ|

বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা

বয়ষ: ১৮-৩০ বছর

টেকনিশিয়ান:

ক) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ -১টি পদ

খ) ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-১টি পদ

গ) পানিসম্পদ কৌশল বিভাগ-১টি পদ|

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

বয়স: ১৮-৩০ বছর

কম্পাউন্ডার-১টি পদ

বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

বয়স: ১৮-৩০ বছর

পদের বিবরণ

ক) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫টি পদ

খ) সহকারী ক্যাশিয়ার-১টি পদ

গ) ইলেকট্রিশিয়ান-১টি পদ|

বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

বয়স: ১৮-৩০ বছর

অপারেটর (ফটোকপি)-১টি পদ

বেতন স্কেল: ৯০০০-২১৮০০ টাকা

বয়স: ১৮-৩০ বছর

সহকারী বাবুর্চি-১টি পদ |

বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা

বয়স: ১৮-৩০ বছর

পদেরর বিবরণ

ক) অফিস সহায়ক-৫টি পদ

খ) ল্যাব: এটেনডেন্ট-৩টি পদ

গ) এটেনডেন্ট (গেস্ট হাউজ)-১টি পদ|

বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা

বয়স: ১৮-৩০ বছর

পদের বিবরণ

ক) হেলপার (মেশন)-৩টি পদ (১টি স্হায়ী এবং ২টি মেশন পদের বিপরীতে)

খ) হেলপার (প্লাম্বিং)-২টি পদ

গ) এম.এল.এস.এস.-১টি পদ

ঘ) নিরাপত্তা প্রহরী-৩টি পদ

ঙ) পরিচ্ছন্নতা কর্মী-১টি পদ

চ) ডাইনিং বয়-৩টি পদ

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

বয়স: ১৮-৩০ বছর

আবেদনের পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই Link থেকে জানা যাবে।

আবেদন প্রক্রিয়া:

১ ও ৩নং পদের আবেদনকারীর ১০ (দশ) সেট দরখাস্ত, ২, ৪-১১ নং পদের জন্য ৭ (সাত) সেট দরখাস্ত এবং ১২-১৯নং পদের আবেদনকারীর ০২ (দুই) সেট দরখাস্ত আগামী ৪ আগস্টের মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে (অফিস চলাকালীন সময়ে) পৌঁছাতে হবে|

আবেদন ফি:১-১১ নং পদের জন্য ৫০০/- টাকা এবং ১২-১৯নং পদের জন্য ৩০০/-টাকা সোনালী ব্যাংক এর ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার সোনালী ব্যাংক লি:, সি.ইউ.ই.টি. শাখা, চট্টগ্রাম-এর অনুকূলে ‘রেজিস্ট্রার, CUET, চট্টগ্রাম’-এর বরাবরে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ আগস্ট ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন করার জন্য বিস্তারিত নিয়ম কানুন ও যাবতীয় তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে
.
Share করে সবাইকে জানিয়ে দিন।

PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *