জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রতি রুমের তালা ফ্রিতে দেওয়া হলেও চাবি বাবদ ৮০০ টাকা নিচ্ছে হল কর্তৃপক্ষ,
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একমাত্র ১৬ তলাবিশিষ্ট এ হলটিতে ১৫৬টি কক্ষ রয়েছে। প্রতি রুমে ৮ জন করে শিক্ষার্থী থাকেন। প্রতি রুমে একটি করে তালা ‘ফ্রি’ দেয়া হলেও রুমের ৮ জনের চাবির জন্য হল কর্তৃপক্ষকে ৮০০ টাকা করে দিতে হচ্ছে শিক্ষার্থীদের,
অথচ চাবির দোকানে খোঁজ নিয়ে দেখা যায়, ৮টি চাবির একই তালা মাত্র ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। সুতারং তালা-চাবি বাবদ দ্বিগুণের চেয়েও বেশি টাকা নিচ্ছে হল প্রশাসন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা
Share করে সবাইকে জানিয়ে দিন
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh