খুদে ব্লগ লেখার সাইট টুইটারের সহপ্রতিষ্ঠাতা হিসেবেই জ্যাক ডরসিকে চেনেন সবাই। তিনি প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বেও ছিলেন। কিন্তু টুইটার এখন কিনে নিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও কাজ করছেন তিনি। তবে জ্যাক ডরসিও বসে নেই। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের বিকল্প হিসেবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ‘ব্লুস্কাই’ নামের নতুন একটি অ্যাপ চালু করেছেন তিনি।
ব্লুস্কাইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি হবে ভবিষ্যতের সোশ্যাল ইন্টারনেট। ভবিষ্যতে ব্যবহারকারীদের আরও নানা ধরনের সুবিধা আসবে এতে। এ ছাড়া এই প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাতারা আরও বেশি স্বাধীনতা পাবেন। তবে অ্যাপটি এখনো উন্নয়ন পর্যায়ে আছে। কেবল ব্যবহারের জন্য আমন্ত্রণ পেলেই তবে ব্যবহার করা যাচ্ছে।
ব্লুস্কাইয়ের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, আমরা ‘এটি’ প্রটোকল নামে একটি বিশেষ প্রটোকল তৈরি করছি, যা সামাজিক যোগাযোগ বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের নতুন বনিয়াদ গড়বে। এতে প্ল্যাটফর্ম ব্যবহারের স্বাধীনতা পাবেন কনটেন্ট নির্মাতারা। ডেভেলপারদের জন্যও বিশেষ সুবিধা থাকে। ব্যবহারকারীরাও তাঁদের পছন্দ অনুযায়ী অভিজ্ঞতা পাবেন।
২০১৯ সালে টুইটার থেকে আর্থিক সহযোগিতা নিয়ে ডরসি ব্লুস্কাই তৈরি করতে শুরু করেন। গত ফেব্রুয়ারিতে এটি আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, চালু করার সময় ব্লুস্কাই অ্যাপটিতে টুইটারের মতো বুকমার্ক বা লাইক পর্যবেক্ষণ, টুইট এডিন, কোট টুইট করা, বার্তা পাঠানো, হ্যাশট্যাগ অপশনগুলো দেখা যায়নি। তবে অ্যাপটি ইতিমধ্যে জনপ্রিয় হতে শুরু করেছে। এরই মধ্যে অ্যাপটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।
সূত্র: এনডিটিভি
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh