ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ চার বছরে থেকে কমিয়ে তিন বছর করার সিদ্ধান্তের প্রতিবাদসহ ৪ দফা সড়ক অবরোধ মানববন্ধন ও বিক্ষেপ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে নগরের থানা কাউন্সিল এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়ে জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে ছিল মানববন্ধন করতে থাকে।
এসময় শিক্ষার্থীদের পক্ষে কামরুল ইসলাম, সুলতান মাহমুদ, সজিব হোসাইন, আল মামুন, রিয়াজ আহমেদ, জামিল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে মর্ডান ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে জয়দেবপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গত ১২ আগস্ট শিক্ষামন্ত্রীর বক্তব্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার মেয়াদ চার বছর থেকে কমিয়ে তিন বছরের ঘোষণা দেয়া হয় । ডিপ্লোমার মেয়াদ ৩ বছরে কমিয়ে আনা হলে চাকুরীর ক্ষেত্রে গ্রেট কমে যাওয়ার পাশাপাশি শিক্ষার মানও কমে যাবে বলে শিক্ষার্থীরা মনে করছে। এজন্য শিক্ষার্থীরা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বজায় রাখার জন্য দাবি তুলেন।
এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে করার দাবি করেছে শিক্ষার্থীরা। অবিলম্বে শিক্ষামন্ত্রীর এ ঘোষণা থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনে গাজীপুরের রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট ও গাজীপুর বিজ্ঞান কলেজসহ জেলার কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিউটার শিক্ষার্থীরা অংশ নেয়।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh