খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের বিকল্প হিসেবে সম্প্রতি ‘থ্রেডস’ অ্যাপ চালু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। চালুর পরপরই অ্যাপটিতে নিবন্ধন করেছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে অ্যাপটির বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। তাদের দাবি, নিবন্ধন করা ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে অ্যাপটি ব্যবহার করতে হবে। কারণ, থ্রেডস অ্যাপের প্রোফাইল মুছতে গেলেই ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, থ্রেডস ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, তাই এ মুহূর্তে থ্রেডসকে একই অ্যাকাউন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের থ্রেডস প্রোফাইল মুছে ফেলার পরিবর্তে ‘ব্যক্তিগত’ হিসেবে নির্ধারণ করার পাশাপাশি বিভিন্ন পোস্ট মুছে ফেলতে পারবেন। আলাদাভাবে থ্রেডস অ্যাকাউন্ট মুছে ফেলার পদ্ধতি খুঁজে দেখা হচ্ছে।
ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত থ্রেডস অ্যাপটি কাজে লাগিয়ে বার্তা পাঠানোর পাশাপাশি লিংক, ছবি, জিআইএফ এবং ভিডিও পাঠানো গেলেও টুইটারের মতো ডিরেক্ট মেসেজ (ডিএম) পাঠানো যায় না। ফলোয়িং ফিড বা হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগও নেই অ্যাপটিতে।
উল্লেখ্য, ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত থাকায় থ্রেডস অ্যাপটি ইনস্টাগ্রাম থেকেই ব্যবহারকারীর স্বাস্থ্য, আর্থিক, ব্রাউজিং ইতিহাস, অবস্থান, কেনাকাটা, কন্টাক্ট, সার্চ ইতিহাসসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে।
সূত্র: দ্য ভার্জ
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh