April 18, 2025
Chicago 12, Melborne City, USA
BUET CUET Dhaka University DUET KUET MIST RUET UGC University

দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন করেছে ইউজিসি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগামী ২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার ৪৪৪ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এতে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৮৬৪ কোটি ৯৪ লাখ এবং সবচেয়ে কম বাজেট পেয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৬ কোটি ৯৬ লাখ টাকা।

গত সোমবার (১৬ মে) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে ১৬২তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ৪৫৬ কোটি ৭৫ লাখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৭৮ কোটি ৪৮ লাখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৭৯ কোটি ১৩ লাখ, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৫৯ কোটি ৬৯ লাখ, খুলনা বিশ্ববিদ্যালয় ১৪৮ কোটি ৮৮ লাখ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ৫৯ কোটি ২ লাখ, নজরুল বিশ্ববিদ্যালয় ৫৯ কোটি ৮৮ লাখ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ১১৪ কোটি ৯৫ লাখ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৭০ কোটি ৬৩ লাখ টাকা, বরিশাল বিশ্ববিদ্যালয় ৪৭ কোটি ৪৩ লাখ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১১ কোটি ৮৬ লাখ পরিচালন বরাদ্দ পাচ্ছে।

কৃষি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৩৬৩ কোটি ১৬ লাখ, বঙ্গবন্ধু কৃষি ৮৪ কোটি ৫৮ লাখ টাকা, শেরে বাংলা কৃষি ১০৫ কোটি ৪১ লাখ, সিলেট কৃষি ৭১ কোটি ১ লাখ টাকা, খুলনা কৃষি ২১ কোটি ৭২ লাখ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় পরিচালন বরাদ্দ বাবদ ৭ কোটি ৩০ লাখ টাকা পাচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ১৬২ কোটি ২৭ লাখ টাকা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি ১০৮ কোটি ৭৫ লাখ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি ৮২ কোটি ৬৭ লাখ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ৯৪ কোটি ৭২ লাখ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ৮৯ কোটি ৮ লাখ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ৮০ কোটি ৭০ লাখ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি ৪৭ কোটি ৮০ লাখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি ৫০ কোটি ৪৫ লাখ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি ১২ কোটি ৩৭ লাখ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি ১৭ কোটি ৪০ লাখ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮ কোটি ৭৫ লাখ টাকা পরিচালন বরাদ্দ পাচ্ছে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২২১ কোটি ৬৪ লাখ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০০ কোটি ৪ লাখ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৯ কোটি ৫৬ লাখ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৯ কোটি ১৩ লাখ ও ডুয়েট ৮২ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে।

চিকিৎসা বিষয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএসএমএমইউ ১৬৪ কোটি ৪৪ লাখ, চট্টগ্রাম মেডিকেল ৮ কোটি ৫১ লাখ, রাজশাহী মেডিকেল ১০ কোটি ২৮ লাখ ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ৩ কোটি ৮৩ লাখ টাকা অর্থ বরাদ্দ পাচ্ছে।

এর বাইরে চট্টগ্রাম ভেটেরিনারি ৫২ কোটি ৮১ লাখ, টেক্সটাইল ৪২ কোটি ৭৪ লাখ, মেরিটাইম ৪৬ কোটি ৭৯ লাখ, বঙ্গবন্ধু ডিজিটাল ১২ কোটি ৯ লাখ ও অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় ৩২ কোটি ৩৮ লাখ টাকার পরিচালন বরাদ্দ পাচ্ছে।

উচ্চশিক্ষায় ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ২০২২-২৩ অর্থবছরে মূল বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ ৩২ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। গত ২০২১-২২ অর্থবছরে মূল বাজেটে গবেষণা খাতে ১১৮ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছিল।

উল্লেখ্য, আগামী অর্থবছরে ইউজিসি’র জন্য বাজেটে বরাদ্দকৃত ৭১ কোটি ৬৭ লাখ টাকার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ২০ কোটি টাকা বাজেট বরাদ্দ ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ২ কোটি টাকা বেশি।

Share করে সবাইকে জানিয়ে দিন

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *