বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন টুইটার ও টেসলার মালিক ইলন মাস্ক। দুই মাসেরও বেশি সময় পর ব্লুমবার্গের এই তালিকায় শীর্ষস্থান ফিরে পেলেন তিনি। খবর সিএনএন
গত বছরের ডিসেম্বরে ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বিলাসবহুল পণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। বার্নার্ড আর্নল্টের সম্পদ নেমে গেছে ১৮ হাজার ৫৩০ কোটি ডলারে। টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ার কারণে ইলন মাস্কের সম্পদও বেড়েছে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh