নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির জন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও প্ল্যাটফর্মের জন্য ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট’( ডিএসএ) আইন বাস্তবায়নের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় প্রতি মাসে সাড়ে চার কোটি ব্যবহারকারী থাকা সব প্রযুক্তি প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মকে এই আইন বাধ্যতামূলকভাবে মানতে হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। নতুন এ আইন মেনে চলার জন্য গুগল, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ ১৯টি প্রযুক্তি প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্মকে নিজেদের নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
নতুন এ আইনে নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির জন্য বেশ কিছু নীতিমালা বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর ফলে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও প্ল্যাটফর্মগুলোকে অবৈধ পণ্য বা সেবানির্ভর বিভিন্ন পোস্ট প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। এসব বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগ করার পদ্ধতি চালুসহ অভিযুক্ত পোস্টগুলো মুছে ফেলতে হবে। শুধু তাই নয়, শিশুদের নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানোর জন্য শ্রেণিবদ্ধ না করার পাশাপাশি নিজেদের অ্যালগরিদম কীভাবে কাজ করে তা–ও কর্তৃপক্ষকে জানাতে হবে।
এই আইনের আওতায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও সার্চ ইঞ্জিনগুলোকে বাড়তি কিছু কাজও করতে হবে। ব্যবহারকারীদের মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বৈষম্য, গ্রাহকদের সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতের পাশাপাশি জননিরাপত্তা ও নির্বাচনী প্রক্রিয়ার প্রতি হুমকি, লিঙ্গভিত্তিক সহিংসতা, জনস্বাস্থ্য, সংখ্যালঘুদের সুরক্ষা এবং মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিতে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে। এমনকি ঝুঁকি মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা–ও নিয়মিত কর্তৃপক্ষকে জানাতে হবে। তাই কঠোর এই আইন মেনে চলার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মগুলোকে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনতে হবে।
২০২২ সালের ১৬ নভেম্বর আইনটি পাস হলেও গত ২৫ এপ্রিল আইনের আওতাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান ও প্ল্যাটফর্মগুলোর নাম ঘোষণা করে ইউরোপীয় কমিশন। ওই সময় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের নীতিমালা পরিবর্তনের জন্য চার মাস সময় দেওয়া হয়, যা গত ২৫ আগস্ট শেষ হয়েছে।
আইন মেনে না চললে অভিযুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মের আন্তর্জাতিক রাজস্ব আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। এমনকি ইউরোপে কার্যক্রম বন্ধও করে দেওয়া হতে পারে। তাই ইউরোপীয় কমিশনের শর্ত মেনে বেশ কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে নিজেদের নীতিমালায় পরিবর্তন করেছে। অন্যরাও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের আওতাভুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মগুলো হলো আলী বাবা আলী এক্সপ্রেস, অ্যামাজন স্টোর, অ্যাপ স্টোর, বুকিং ডটকম, ফেসবুক, গুগল প্লে, গুগল ম্যাপস, গুগল শপিং, ইনস্টাগ্রাম, লিংকডইন, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, টিকটক, এক্স (সাবেক টুইটার), উইকিপিডিয়া, ইউটিউব, জালান্ডো, বিং ও গুগল সার্চ।
সূত্র: বিবিসি, দ্য ভার্জ
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh