December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Diploma Engineers Engineers Govt. Jobs

নিয়োগ বিজ্ঞপ্তি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

১। পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইনভাইরনমেন্ট, হেলথ এন্ড সেফটি)
পদ সংখ্যাঃ ১ টি
শিক্ষাগত যোগ্যতাঃ এনভায়রনমেন্টাল সায়েন্স/ জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট এ স্নাতকোত্তর ডিগ্রী অথবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রীবেতনঃ বেসিক ৫২০০০ টাকা
বেতন গ্রেডঃ ৭

২। (ক) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতাঃ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন এন্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি

পদ সংখ্যাঃ ৬ টি
বেতনঃ বেসিক ৪০,০০০ টাকা

(খ) পদের নামঃ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
শিক্ষাগত যোগ্যতাঃ মেকানিক্যাল/ পাওয়ার/ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি

পদ সংখ্যাঃ ৫ টি
বেতনঃ বেসিক ৪০,০০০ টাকা

(গ) পদের নামঃ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
শিক্ষাগত যোগ্যতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রী।

পদ সংখ্যাঃ ১ টি
বেতনঃ বেসিক ৪০,০০০ টাকা

৩। পদের নামঃ সাব-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন)
শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ টেলিকমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি।

পদ সংখ্যাঃ ২ টি
বেতনঃ বেসিক ৪০,০০০ টাকা

আবেদনের নিয়ম ও বিস্তারিত ছবিতে দেখুন।
আবেদন ফী- ১৫০০ টাকা এবং ১০০০ টাকা

.

আবেদন প্রকাশ তারিখ- ১০/০৪/২০২২
আবেদন শুরুর তারিখ- ১১/০৪/২০২২
সূত্র – NWPGCL website
আবেদন শেষ তারিখ- ০৫/০৫/২০২২
.
PageLink- bdengineer.com

নিয়োগ বিজ্ঞপ্তির PDF File Download করতে শুরুর অংশে Download Option এ গিয়ে Download করুন

.
আবেদন করার জন্য বিস্তারিত নিয়ম কানুন ও যাবতীয় তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে
.
Share করে সবাইকে জানিয়ে দিন।
.
From – Mohammad hasib

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *