পদ্মা নদীতে সেলফি তুলতে গিয়ে বুয়েটের এক শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। রাত থেকেই ডুবুরি দল কাজ করলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি ওই বুয়েট শিক্ষার্থীর।
জানা গেছে, নিখোঁজ তারিকুজ্জামান সানি (২৬) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।তারিকুজ্জামান সানি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন উর রশিদের ছেলে। তবে সানি ঢাকার হাজারীবাগে থাকতেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সানিকে উদ্ধারে কাজ করছে একদল ডুবুরি। পদ্মার পারে দাঁড়িয়ে আছে স্থানীয়রা। ডুবুরি দলেন নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের।
আবুল খায়ের বলেন, খবর পেয়ে আমরা রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। এখনো উদ্ধারের চেষ্টা চলছে। তবে নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরো বলেন, সানিসহ ১৬ জন বন্ধু মিলে বৃহস্পতিবার সন্ধ্যায় মৈনট পদ্মা পাড়ে ঘুরতে আসে। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের উপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি।
নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ডুবরিরা চেষ্টা চালাচ্ছেন। এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি তাকে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
.
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh