December 22, 2024
Chicago 12, Melborne City, USA
Diploma Engineers IDEB Polytechnic

পেশাগত সমস্যা সমাধানসহ ৪ দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

পেশাগত সমস্যা সমাধানসহ ৪ দফা দাবি জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পলিটেকনিক ছাত্র-শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানসহ চার দফা দাবি জানিয়েছে ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ’। রোববার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা।

তাদের দাবিগুলো হলো- বিএনবিসি-২০২০ এ সংযোজিত ধারা-উপধারাসমূহ সংশোধন করা; ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিশেষ ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণসহ পেশাগত সমস্যা এবং বেকারদের কর্মসংস্থান ও প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা সমাধান করা; পলিটেকনিক, টিএসসি, এসএসসি (ভোক) ও টিটিসির সমস্যা সমাধান, পদোন্নতি, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) শিক্ষকদের নিয়মিতকরণ এবং শিক্ষার্থীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধি করা এবং চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তর না করা।

সমাবেশে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৪ থেকে ৫টি স্মারকপত্রের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অব্যাহতভাবে নির্দেশনার পরও দীর্ঘ ১০ বছরেও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে বরং কারিগরি আমলাদের প্ররোচনায় একের পর এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিদ্বেষী কালাকানুন প্রণয়ন করা হচ্ছে। যার সর্বশেষ সংযোজন নির্মাণ কাজে জনগণকে জিম্মি করে ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারহরণে ২/৩টি জনস্বার্থবিরোধী ধারা সম্বলিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ড (বিএনবিসি)’র গেজেট প্রকাশ। ’

তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ থাকার পরেও কিভাবে বিএনবিসিতে জনস্বার্থ বিরোধী ধারা উপধারা সংযোজন হলো?’ দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থা ধাংসের যে পাঁয়তারা চলছে উল্লেখ করে তারা বলেন, ‘কার স্বার্থে প্রচলিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রূপান্তরের ন্যাক্কারজনক উদ্যোগ নেওয়া হয়েছে।’

From – The Daily Somokal

Share করে সবাইকে জানিয়ে দিন।

PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *