২০২১-২২ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছের তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপর আগামী ০১ জানুয়ারি থেকে তিনটি বিশ্ববদ্যিালয়ে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান ও সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবূ ইউসুফ স্বাক্ষরিত গত (২৬ নভেম্বর) শনিবারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ ডিসেম্বর তাদের নবীনবরণ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জানুয়ারী এসব শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়, সর্বশেষ মাইগ্রেশন অনুযায়ী শিক্ষার্থীরা চূড়ান্তভাবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনয়ন পাবে তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন এবং ক্লাস করতে হবে। তাই শিক্ষার্থীদেরকে তাদের প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে যাবতীয় নিয়ম-কানুন ও অন্যান্য তথ্যাদি জেনে নিতে হবে।
এর আগে, গত ৬ জুন থেকে তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু হয়। এ আবেদন প্রক্রিয়া চলে গত ১৯ জুন পর্যন্ত। এরপর গত ৪ জুলাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়। পরে গত ৬ আগস্ট তিনটি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মূলত আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) ইঞ্জিনিয়ারিং নিয়ে এক ভাগ আর অন্যভাগে আরকিটেকচার বিভাগের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়গুলোর ফলাফল প্রকাশিত হয়েছে ২৬ আগস্ট।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh