বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে নতুন করে আইন তৈরি করা হয়েছে। আইনের একটি খসড়া আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে। আগামী ২২ মে’র মধ্যে আইন চূড়ান্ত হবে। এরপর এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংক্রান্ত গেজেটের একটি ছবি ভাইরাল হয়।
ভাইরাল হওয়া গেজেটে বলা হয়েছে, ‘‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (২০০১ সনের ৪২ নং আইন) এর ধারা ১ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ মোতাবেক ২২ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখকে উক্ত আইন কার্যকর করিবার তারিখ নির্ধারণ করিল।’’
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh