২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছেন ভর্তিচ্ছুরা। বুধবার (২৭ এপ্রিল) ইউজিসি কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গুচ্ছ পরীক্ষায় বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করেছে। সেই ধারাবাহিকতাকে কিছুটা রোধ করার জন্য ইউজিসি ও গুচ্ছ কমিটির আলোচনায় বেশ কিছু পরিবর্তন এসেছে। কিন্তু অনেক পরিবর্তনের মাঝেও লাখো শিক্ষার্থীর প্রাণের দাবি, ‘গুচ্ছে বিভাগ পরিবর্তনে আলাদা ইউনিট’ বহাল তবিয়তেই উপেক্ষিত হয়েছে। এমতাবস্থায় বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নেয়া লাখো শিক্ষার্থী গতবছরের ন্যায় আবারও ২২টি বিশ্ববিদ্যালয়ে একটি আসন হারানোর শঙ্কায় পতিত হয়েছে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh