বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত বাদীর নারাজি গ্রহণ করে এ নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ২৪ মে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।
এদিন আদালতে উপস্থিত ছিলেন ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরা । তিনি এ মামলায় স্থায়ী জামিনে রয়েছেন।
রবিবার ফারদিন হত্যা মামলায় ডিবি পুলিশের দেওয়া প্রতিবেদনে বাদী নূর উদ্দিন রানার নারাজি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আবেদন গ্রহণ করেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি এ মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।
২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন। মামলার পর ১০ নভেম্বর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh