বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে বুয়েটের উপাচার্যের কার্যালয়ে উচ্চ শিক্ষা, গবেষণা, পাবলিকেশন, অ্যাকাডেমিক তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার নিমিত্তে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। তথ্য প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় বুয়েটের অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও পরিচালক (গবেষণা) উপস্থিত ছিলেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh