বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ২ এপ্রিল ধার্য করেছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহারের আদালত নতুন এই সময় ধার্য করেন।
আজ সোমবার (৬ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারায় নতুন করে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। মামলার ১৫ আসামি বর্তমানে কারাগারে আছেন।
মামলার আসামিরা হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু।
মামলার সূত্রে জানা যায়, গতবছরের ১৪ জুলাই ১৫ থেকে ১৬ যুবক এক সঙ্গে পদ্মা নদীতে বেড়াতে গেলে ঐদিন সন্ধ্যায় নিখোঁজ হন সানি। স্থানীয়দের দেওয়া খবরে রাতেই ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
১৫ জুলাই সকালে দোহারের মৈনটঘাট এলাকা থেকে সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় ঐদিন বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh