বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস প্রকাশ করা হয়েছে। গত শিক্ষাবর্ষের তুলনায় এবার ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগ ও আসন সংখ্যা বেড়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষা নেওয়া হবে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাসের আলোকে।
এবার প্রকাশিত প্রসপেক্টাস থেকে জানা গেছে, বুয়েটের ১৩টি বিভাগের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এতে মোট আসন থাকছে এক হাজার ৩০৫টি। নতুন বিভাগের নাম ন্যানোম্যাটেরিয়ালস এন্ড সিরামিক কৌশল বিভাগ। এটি ৩০টি আসন নিয়ে যাত্রা শুরু করছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ গত বছর ১২টি বিভাগের আসন ছিল এক হাজার ২৭৫টি। নতুন বিভাগ যুক্ত হওয়ায় প্রকৌশল অনুষদের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল অনুষদ। দুই ধাপে মূল ভর্তি পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষা হবে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাসের আলোকে।
বুয়েটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রসপেক্টাসের তথ্য মতে, আগামী ১ মার্চ সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১২ মার্চ বেলা ৩টা পর্যন্ত। মোবাইল ফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ মার্চ বেলা ৩টা পর্যন্ত।
‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদনের জন্য প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা বাবদ ১ হাজার টাকা এবং ‘খ’ গ্রুপের (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে) জন্য ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রাথমিক বাছাইয়ের জন্য আগামী ২০ মে দুই শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
Page Link- Engineers Job in Bangladesh