December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Govt. Jobs Preparation Viva Tips

ভাইভার জন্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ

ভাইভার জন্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ–

ধরুন আপনি চাকুরী লাভের প্রত্যাশায় ডাক পেয়েছেন এবং বসে আছেন ওয়েটিং রুমে। ঠিক তখন থেকেই আপনার ইন্টারভিউ শুরু। ভাবছেন আবোল তাবোল বলছি! মোটেই না।


আজকাল প্রায় সব অফিসে সিসি ক্যামেরা থাকে। অফিস কর্তৃপক্ষ চাইলেই দেখে নিতে পারেন অপরিচিত এবং ফরমাল পরিবেশে আপনার আচরণ কেমন? ওয়েটিং রুমে গল্প করা, হাসি ঠাট্টা না করে নিজের দিকে মনোযোগ দিন।


নির্ধারিত সময়ে ডাক এলো৷ দরজায় টোকা দিয়ে অনুমতি নিয়ে ইন্টারভিউ রূমে সালাম দিয়ে প্রবেশ করুন। অনুমতি নিয়ে নির্ধারিত সিটে বসুন।


অনেক সময় অফিস কর্তৃপক্ষ ইচ্ছে করেই মুভিং চেয়ার দিয়ে থাকেন। ভুলেও এধরনের ইজি চেয়ারে বসে কথা বলতে বলতে মুভ করে বা দুলে দুলে কথা বলবেন না।


পায়ের তালু মেঝেতে রাখুন। পায়ের উপর পা তুলে বা পা ছড়িয়ে না বসে দুই পা একসাথে পাশাপাশি লাগিয়ে বসুন। দুই হাত একসাথে রাখুন দুই পায়ের উপরে অর্থাৎ কোলে। আত্নবিশ্বাসের সাথে মেরুদণ্ড সোজা করে বসবেন।

মোহাম্মদ রায়হান
উপ- সহকারী প্রকৌশলী
সড়ক ও জনপথ অধিদপ্তর

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *