April 7, 2025
Chicago 12, Melborne City, USA
Microsoft Tech

মাইক্রোসফটের বিশেষ আয়োজন সেপ্টেম্বরে, যেসব ঘোষণা আসতে পারে

MicroSoft

আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ‘বিশেষ ইভেন্ট’ আয়োজন করবে মাইক্রোসফট। এরই মধ্যে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো শুরু করেছে প্রতিষ্ঠানটি। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের দিনক্ষণ উল্লেখ করা হলেও নতুন কোন কোন প্রযুক্তি বা পণ্য উন্মোচন করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ফলে এ নিয়ে প্রযুক্তিবিশ্বে শুরু হয়েছে জল্পনাকল্পনা।

বাজার বিশ্লেষকদের মতে, প্রতিবছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে সারফেস ল্যাপটপ নিয়ে অনুষ্ঠান আয়োজন করে থাকে মাইক্রোসফট। ফলে বিশেষ এ অনুষ্ঠানে সারফেস ল্যাপটপের নতুন মডেল উন্মুক্ত করার পাশাপাশি বেশ কিছু প্রযুক্তি হালনাগাদ করা হতে পারে।

বেশ কিছুদিন ধরেই প্রযুক্তিবিশ্বে গুঞ্জন রটেছে সারফেস গো ৪, সারফেস ল্যাপটপ স্টুডিও ২ এবং সারফেস ল্যাপটপ গো ৩ মডেলের নতুন ল্যাপটপ আনতে পারে মাইক্রোসফট। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ সেন্ট্রালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হালনাগাদ সারফেস ল্যাপটপ স্টুডিও টু মডেলের ল্যাপটপে ইন্টেলের সর্বশেষ প্রসেসর ব্যবহারের পাশাপাশি শক্তিশালী জিপিইউ ও উন্নত মানের পোর্ট সুবিধা যুক্ত করা হতে পারে। সারফেস গো থ্রি মডেলের ল্যাপটপে ইন্টেলের ১২ প্রজন্মের প্রসেসরসহ যুক্ত করা হতে পারে উন্নত মানের বেজ লেভেল কনফিগারেশন সুবিধা। আর সারফেস গো ফোরে এআরএম প্রসেসরের বদলে ইন্টেলের প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, সারফেস ল্যাপটপের নতুন মডেল আনার পাশাপাশি অনুষ্ঠানে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম হালনাগাদের ঘোষণাও দিতে পারে মাইক্রোসফট। হালনাগাদ সংস্করণটিতে নতুন নকশার সেটিংস, হোম পেজ, উইন্ডোজ কো-পাইলট প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আরএআর এবং সেভেন জিপ ফাইল সমর্থন সুবিধাও যুক্ত করা হতে পারে।

সূত্র: দ্য ভার্জ

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *