December 24, 2024
Chicago 12, Melborne City, USA
Inspiration News

মা বাবাকে নিজের চেয়ারে বসিয়ে সম্মান দিলেন আইএএস অফিসার জব্বার খান

গ্রামের অশিক্ষিত মা বাবাকে নিজের চেয়ারে বসিয়ে সম্মান দিলেন IAS Officer (The Indian Administrative Service) Jabbar Khan


পিছনে যে দাঁড়িয়ে আছে উনি হলেন IAS ‘জব্বার খান’। রাজস্থানের ভরতপুর জেলার রুন্ধ গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজস্থানের আলওয়ারে কর্মরত।চেয়ারে বসে আছেন তার মা ও বাবা । তার মা ও বাবা তার সাথে দেখা করতে এলে তিনি তার পিতা ও মাতাকে চেয়ারে বসিয়ে নিজেই উঠে দাঁড়ান।।


আপনার শিক্ষা যদি আপনাকে আপনার মা বাবার সন্মান দিতে না শেখায়, পিতার জীবিকার উপর লজ্জিত বোধ করতে শেখায়, শিক্ষিত সমাজের সামনে নিয়ে যেতে লজ্জিত বোধ করতে শেখায়, তাদের কথা বার্তার ধরণ দেখে লজ্জিত বোধ করতে শেখায় – তাদেরকে কোটু কথা বলে দুঃখ দিতে শেখায়, তাদের উপর ক্রোধ প্রকাশ করতে শেখায় – At Last তাদেরকে বৃদ্ধা শ্রমে রেখে আসতেও বাধা প্রদান করতে না পারে – বিশ্বাস করেন আপনি এই জগতের সব চাইতে নিকৃষ্টতম শিক্ষিত,

আপনি এই জগতের সব চাইতে ঘৃণিত, অহংকারী শিক্ষিত – আপনার উপর লানত বর্ষিত হোক

From- Rifat Bin Jaman

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *