আগামী ৩১ ডিসেম্বর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর প্রথম দুই সপ্তাহ কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়োমে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
অধ্যাপক সেলিম হোসেন বলেন, শনিবার (৩১ ডিসেম্বর) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের নিজ দায়িত্বে ক্লাস রুটিন জেনে নিয়ে ক্লাসে উপস্থিত হতে হবে। কোনো শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস অর্থাৎ দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।
এদিন বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়োমে প্রথমবর্ষের (২০২১ সিরিজ) শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে তিন ধাপে বিকেল ৫টায় শেষ হবে অরিয়েন্টশন পর্ব।
জানা যায়, প্রথমে সকাল ৯টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১১টায় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
প্রতিটি অনুষদভূক্ত বিভাগসমূহের অরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন (অতিরিক্ত দায়িত্ব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন প্রমুখ।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh