April 20, 2025
Chicago 12, Melborne City, USA
BUET Featured Inspiration

র‍্যাগ ডের টাকা দিয়ে দুস্থ মানুষদের পাশে বুয়েট শিক্ষার্থীরা

র‍্যাগ ডের টাকা দিয়ে দুস্থ মানুষদের পাশে বুয়েট শিক্ষার্থীরা

‘র‍্যাগ ডে’, শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের শেষবারের মতো আমোদ ফুর্তিতে মেতে ওঠা, নাচ-গান এর মাধ্যমে বিদায়কে স্মরণীয় করে রাখা।

কিন্তু, বুয়েটের শতরঞ্জ’১৬ ব্যাচ এর শিক্ষার্থীরা তাদের এই বিদায়কে রাঙিয়েছিল অন্য রঙ এ। আয়োজন করে র‍্যাগ চ্যারিটির।

‘র‍্যাগ ডে’ উদযাপনের অর্থ দিয়ে তারা পাশে দাঁড়ায় অসহায় মানুষের। প্রচারবিমুখ এই প্রজেক্ট সম্প্রতি সবার নজরে আনে ‘বুয়েট সাংবাদিক সমিতি।
এরপর শতরঞ্জ’১৬ এর প্রতিনিধি আমির ফয়সাল ভাইকে জিজ্ঞেস করায় তিনি এ ব্যপারে আরো বিস্তারিত বলেন। র‍্যাগ ব্যাচের শতাধিক ছাত্র-ছাত্রীর লক্ষাধিক টাকার অনুদানকে ৪ ভাগে ভাগ করে বন্টন করা হয়েছিলো। এর মধ্যে ছিল ২টি স্বাবলম্বীকরণ অনুদান, ১ টি পরিবারকে দেয়া হয় ঘর নির্মানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার টাকা। এছাড়া সাহায্যের হাত বাড়ানো হয় একজন সাবেক বুয়েটিয়ানের প্রতিও।

সাবেক বুয়েটিয়ান (৬৯ ব্যাচ) স্ট্রোক করেন ও অসুস্থতাজনিত কারণে চাকুরি করতে অক্ষম হওয়ায় দীর্ঘদিন বেকার ছিলেন৷ সত্যতা যাচাই পূর্বক, #Help_BUETian এর মাধ্যমে তার হাতেও তুলে দেয়া হয় অনুদান।

শতরঞ্জ’১৬ এর শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে বুয়েট ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এরকম র‍্যাগ চ্যারিটিতে আগ্রহী হবে বলে প্রজেক্টটির প্রতিনিধি তার আশা ব্যক্ত করেন।

From- Buetian

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *