পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নিয়মিত পোস্ট করেন অনেকেই। কিন্তু সময়ের পার্থক্য থাকায় যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী লিংকডইন ব্যবহারকারীদের নজরে পড়ে না পোস্টগুলো। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে পোস্ট শিডিউল সুবিধা চালু করছে লিংকডইন।
লিংকডইনে পোস্ট শিডিউল-সুবিধা চালু হলে ব্যবহারকারীরা আগে থেকেই পোস্টের সময় নির্ধারণ করতে পারবেন। ফলে নির্ধারণ করা সময়েই লিংকডইনে দেখা যাবে পোস্টটি। স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীরাও এ সুযোগ পাবেন।
পোস্ট শিডিউল–সুবিধা চালুর জন্য বেশ কয়েক মাস ধরেই কাজ করছে লিংকডইন। কবে নাগাদ সেবাটি চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা না গেলেও বেশ কিছু ব্যবহারকারী দাবি করেছেন, লিংকডইনের কম্পোজ বক্সের ভেতরে থাকা পোস্ট বাটনের পাশে ঘড়ির আইকন দেখা যাচ্ছে। ঘড়িতে ক্লিক করলেই তারিখ বা সময় নির্ধারণের বিভিন্ন অপশন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, উন্মোচনের আগে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ওপর পোস্ট শিডিউল–সুবিধার কার্যকারিতা পরখ করছে লিংকডইন।
উল্লেখ্য, ২০১৬ সালে লিংকডইনকে কিনে নেয় মাইক্রোসফট। পেশাজীবীদের জন্য তৈরি সামাজিক যোগাযোগের সাইটটিতে নতুন এ সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টেক ক্রাঞ্চ
Share করে সবাইকে জানিয়ে দিন।
Join Our Community bdengineer.com
Join Our Community Engineers Job in Bangladesh