এবার সিলেটজুড়ে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। পানি ঢুকে গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে। এমন অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাস ছাড়ছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। উপাচার্য বলেন, ক্যাম্পাসের অনেক জায়গায় পানি উঠে গেছে। এ ছাড়া আবাসিক হলেও বিদ্যুৎ ও পানির সংকট আছে।
আশপাশের টিলা থেকে সাপের উপদ্রবও আছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এক সপ্তাহের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপাচার্য। এখন ক্যাম্পাস শিক্ষার্থী শুন্য হচ্ছে দিনে দিনে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh