আমাদের শোভা রাণীর মা প্রতিমা রাণীকে ‘গরবিনী মা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজের পক্ষ থেকে। পরিবার, সমাজের চোখে ব্রাত্য, পরিত্যক্ত প্রতিমা ও তাঁর মেয়ে যেভাবে এই সমাজে টিকে থাকার লড়াই শুধু নয়, খড়কুটোর মধ্যে শুধু প্রাণটা নিয়ে বেঁচে থেকে সেখানে ‘শিক্ষা’ দিয়ে বানিয়েছেন মজবুত এক দালান, যার অনুপ্রেরণা হিসেবে বিশ্বের বাংলাদেশি সহ বিভিন্ন সমাজে ছড়িয়ে পড়েছে সেই বার্তা। অনেক অনেক মানুষ তাদের জীবনকে অল্প করে পড়তে গিয়ে চোখের জল থামাতে পারেন নি।
শোভা বুয়েটে চান্স পেয়েছে। সেই পরিবার, সেই সমাজ শুধু নয়, পুরো দেশ যেনো তাদের বরণ করে নিতে উন্মুখ! শোভার ভর্তি সাফল্যের পর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই তাদের আশ্রয় দেয়ার জন্য প্রস্তাব দিয়েছেন, অনেক অনেক ফান্ড দিতে চেয়েছেন, শোভার পড়াশোনা সহ সবকিছুই। কিন্তু শোভার শিক্ষাটা এমন হয়েছে যে, কোটি কোটি টাকার লোভ তার পাশ ছুঁতে পারে নি। আত্মসংবরণ করে সে নিজেকে গুছিয়ে নিয়েছে। আমাদের ফাউন্ডেশনসহ অনেকগুলো সংস্থা থেকে মাসিক বৃত্তির জন্য যোগ্যতা অর্জন ও প্রস্তাব যাওয়ার পরেও আমাদের চেষ্টা ছিল শোভা যেনো নিজেই নিজের ব্যবস্থা করে। সেই ব্যবস্থা করে দেয়া মাত্রই সে সবগুলো বৃত্তিকে না করে দিয়েছে!
শোভার এই শিক্ষার মূল্য কত? কে করে দিয়েছেন এসব? সবকিছুর পিছনে মূল ব্যক্তিটা কে?
একজন নারী, তিনি শোভার ‘গরবিনী মা’ প্রতিমা রাণী। এই মা তাঁর নিজের সংগ্রাম ও শিক্ষা দিয়েই কুড়িয়ে নিয়েছেন সমস্ত ভালবাসা, সম্মান ও শ্রদ্ধা! সেই স্বীকৃতি এখন প্রাতিষ্ঠানিকভাবে আসা শুরু হয়েছে। অনেক প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও তাঁদের দুইজনের সেই দিনগুলোর ব্যথা, দুঃখ ঠিক কতটুকু লাঘব করতে পারবে জানি না, কিন্তু এই সমাজ যদি একটুও সামনের দিকে এগিয়ে যায় তাঁদের টিকে থাকা ও অর্জনের ব্যাপারগুলো থেকে অনুপ্রেরণা খুঁজে পেয়ে,
সেটাই হবে তাঁদের সার্থকতা …
মা দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা ‘গরবিনী মা’ প্রতিমা রাণী! আপনি আমাদের অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুন!
From- চন্দ্রনাথ সাহা
মানুষের জন্য ফাউন্ডেশন
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh