April 20, 2025
Chicago 12, Melborne City, USA
BUET Research University

সবসময় বুয়েটের পাশে থাকার আশ্বাস পরিকল্পনামন্ত্রীর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিযোগিতামূলক ১০টি যুগোপযোগী গবেষণা প্রকল্পে অর্থায়ন করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) তত্ত্বাবধানে গবেষণা প্রস্তাবনা আহ্বান করা হয়েছে।

জানা গেছে, এবারই প্রথমবারের মতো গবেষণা প্রস্তাবনা আহ্বান করা হলে এতে ৪৫টি প্রস্তাবনা জমা পড়ে। যার মধ্য থেকে প্রাথমিকভাবে ৩৭টি বাছাই করা হয়। এরপর দেশ-বিদেশের সর্বমোট ১১১ জন পর্যালোকের মতামতের ভিত্তিতে ৩৭টি গবেষণা প্রকল্প থেকে ১০টি চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

বুয়েটে অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. সত্য প্রাসাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান সত্যজিৎ কর্মকার ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, শিক্ষার বিষয়ে বিশেষ আগ্রহ ও দরদ আছে প্রধানমন্ত্রীর। সরকার, পরিকল্পনা মন্ত্রণালয়, বিইপিআরসি আমরা সবসময় বুয়েটের পাশে থাকবো।

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত, ইউনিলিভার বাংলাদেশ, ওয়াল্টন, বেক্সিমকো, এনার্জি প্যাকসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বুয়েটের ডীন, বিভাগীয় প্রধান, বিভিন্ন পরিদপ্তরসহ ইনস্টিটিউট ও সেন্টারের প্রধান, বুয়েটের প্রো-ভিসি প্রফেসর ড. আব্দুল জব্বার খান উপস্থিত ছিলেন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *