সরকারি কলেজের ৯৫ জন অধ্যক্ষকে তৃতীয় গ্রেডে উন্নীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে এসব অধ্যক্ষ চতুর্থ গ্রেডে ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না।
রবিবার (১৯ জুন) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজগুলোর মধ্যে অনার্স এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। আর অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার।
তাই প্রশাসনিক ভারসাম্য ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজসহ মোট ৯৫টি সরকারি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হলো।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh