গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং কানাডার আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন “স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)” এর উদ্যোগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত “স্কিলস কম্পিটিশন ২০১৭” এর প্রথম পর্ব (প্রতিষ্ঠান পর্যায়) আজ (বৃহস্পতিবার) অক্টোবর ২৬, ২০১৭ দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। এতে ১৬৭টি সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় দুই লাখ শিক্ষার্থী স্ব স্ব প্রতিষ্ঠানে আয়োজিত উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ২,১২২টি উদ্ভাবন/প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপন করে।
প্রতিটি প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এবং সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, ছাত্র/ছাত্রী, অভিভাবক, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্প-কারখানার মালিক, প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্য এতে উপস্থিত ছিলেন।
দেশ, সময় ও বর্তমান বাজারের চাহিদার প্রেক্ষিত বিবেচনায় রেখে মেধা, মনন, উদ্ভাবন ও সৃজনশীলতার ভিত্তিতে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে সেরা তিনটি উদ্ভাবন বা প্রকল্প নির্বাচন করা হয়। এভাবে নির্বাচিত মোট ৫০১টি উদ্ভাবন/প্রকল্প আগামী ১৮ নভেম্বর ২০১৭ তারিখে দেশব্যাপী ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিতব্য আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় (দ্বিতীয় পর্ব) অংশগ্রহণ করবে। দ্বিতীয় পর্বে নির্বাচিতমোট ৫১টি উদ্ভাবন/প্রকল্প চূড়ান্ত পর্বে (জাতীয় পর্যায়) মূল্যায়নের জন্য উপস্থাপন করা হবে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উপস্থিত থেকে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা উদ্বোধন করবেন এবং বিজয়ী সেরা ৩টি উদ্ভাবন/প্রকল্পের ছাত্র/ছাত্রীদের পুরষ্কৃত করবেন। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব (জাতীয় পর্যায়) আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।STEP প্রকল্পের সহায়তায় চতুর্থ বারের মতো আয়োজিত কারিগরি শিক্ষাঙ্গনের সর্ববৃহৎ এই প্রতিযোগিতা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে এবং কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়ন, সম্প্রসারণ ও জনপ্রিয়তা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
Source- NEWS
.Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- www.facebook.com/BdEngineers24
.
Page Link- www.facebook.com/BdDiplomaEngineers