December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Polytechnic Technical Education

স্কিলস কম্পিটিশন ২০১৭” এর প্রথম পর্ব অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং কানাডার আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন “স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)” এর উদ্যোগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত “স্কিলস কম্পিটিশন ২০১৭” এর প্রথম পর্ব (প্রতিষ্ঠান পর্যায়) আজ (বৃহস্পতিবার) অক্টোবর ২৬, ২০১৭ দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। এতে ১৬৭টি সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় দুই লাখ শিক্ষার্থী স্ব স্ব প্রতিষ্ঠানে আয়োজিত উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ২,১২২টি উদ্ভাবন/প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপন করে।

প্রতিটি প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এবং সম্মানিত অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, ছাত্র/ছাত্রী, অভিভাবক, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্প-কারখানার মালিক, প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্য এতে উপস্থিত ছিলেন।

দেশ, সময় ও বর্তমান বাজারের চাহিদার প্রেক্ষিত বিবেচনায় রেখে মেধা, মনন, উদ্ভাবন ও সৃজনশীলতার ভিত্তিতে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে সেরা তিনটি উদ্ভাবন বা প্রকল্প নির্বাচন করা হয়। এভাবে নির্বাচিত মোট ৫০১টি উদ্ভাবন/প্রকল্প আগামী ১৮ নভেম্বর ২০১৭ তারিখে দেশব্যাপী ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিতব্য আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় (দ্বিতীয় পর্ব) অংশগ্রহণ করবে। দ্বিতীয় পর্বে নির্বাচিতমোট ৫১টি উদ্ভাবন/প্রকল্প চূড়ান্ত পর্বে (জাতীয় পর্যায়) মূল্যায়নের জন্য উপস্থাপন করা হবে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় উপস্থিত থেকে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা উদ্বোধন করবেন এবং বিজয়ী সেরা ৩টি উদ্ভাবন/প্রকল্পের ছাত্র/ছাত্রীদের পুরষ্কৃত করবেন। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব (জাতীয় পর্যায়) আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।STEP প্রকল্পের সহায়তায় চতুর্থ বারের মতো আয়োজিত কারিগরি শিক্ষাঙ্গনের সর্ববৃহৎ এই প্রতিযোগিতা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে এবং কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়ন, সম্প্রসারণ ও জনপ্রিয়তা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
Source- NEWS
.Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- www.facebook.com/BdEngineers24
.
Page Link- www.facebook.com/BdDiplomaEngineers

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *