২০২২ সালের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেতে শুরু করেছেন।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে, ২০২২ সালের উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্কুল-কলেজ. মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ করা হচ্ছে।
১৯ জুন রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে, ২০২২ সালের উপবৃত্তি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
২০২২ সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ৫০ লক্ষ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হচ্ছে। প্রায় ১২০০ কোটি টাকা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে।
বিতরণকৃত উপবৃত্তির টাকা পাবেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা। মোবাইল অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের কাছে সরাসরি পৌঁছে যাবে।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, উপবৃত্তি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরের একাউন্টে, উপবৃত্তির টাকা নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবে।
From – News
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh