December 23, 2024
Chicago 12, Melborne City, USA
College News

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষার্থীর

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম শামীম আল মামুন (২৫)। শনিবার দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শামীম আল মামুন উপজেলার বোয়ালী গ্রামের কদম আলীর ছেলে এবং করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

নিহতের বড় ভাই সুমন আহমেদ বলেন, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার ছোট ভাই শামীম আল মামুন ও তার বন্ধু মিলে মোটরসাইকেলযোগে নলুয়া বাজার হতে নিজ বাড়ি বোয়ালী আসছিলেন। পথে আড়ালিয়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে শামীম আল মামুনকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

শামীমের অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Page Link – bdengineer.com

PageLink- Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *