হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছেন বাংলাদেশের চার শিক্ষার্থী। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাদমিন সুলতানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মোহসিনা তাজ, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ওয়াসিফা রহমান রাশমি ও মো. সুমিত হাসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে জানিয়েছে, এ বছর ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’ পর্বে বিজয়ী আট শিক্ষার্থী থাইল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশ নেন। থাইল্যান্ড পর্বে ২৪টি দলের মধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের দল ‘টিম ইথার’ তৃতীয় হয়। এরই ধারাবাহিকতায় এই চার শিক্ষার্থী সিঙ্গাপুরে অনুষ্ঠেয় প্রতিযোগিতার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চূড়ান্ত পর্ব টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পে অংশ নেবেন।
এ বিষয়ে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের বোর্ড সদস্য জেসন লিজংশেং জানান, মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি করতেই সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সিডস ফর দ্য ফিউচার ২০০৮ সালে থাইল্যান্ডে প্রথম চালু হয়। বর্তমানে ১৩৭টি দেশে এ কর্মসূচি পরিচালনা করছে হুয়াওয়ে। তথ্যপ্রযুক্তিবিষয়ক এ প্রতিযোগিতার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিয়ে থাকে হুয়াওয়ে।
Share করে সবাইকে জানিয়ে দিন।
PageLink- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh