December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Featured Inspiration Success Story

১৪ বছরেই স্পেসএক্সে চাকরি বাংলাদেশি বংশোদ্ভূতের

কাইরান কাজী

মাত্র ১৪ বছর বয়সে মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্স-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর কাইরান কাজী। স্পেসএক্স-এর ‘প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং কিন্তু মজার’ সাক্ষাৎকার পর্ব সফলভাবেই উৎরে গিয়েছে কাইরান। খবর লস অ্যাঞ্জেলেস টাইমস- এর।

ফ্রেশারস লাইভ সূত্রে জানা যায়, কাইরান কাজীর জন্ম ২০০৯ সালের ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়াতে। কাইরান জন্মসূত্রে একজন বাংলাদেশি-আমেরিকান। তার বাবার নাম মুস্তাহিদ কাজী এবং মা জুলিয়া কাজী।

কাইরান কাজীর বাবা মুস্তাহিদ কাজী একজন সাবেক কেমিক্যাল ইঞ্জিনিয়ার। কাইরানের কোনো ভাই-বোন নেই, সে তার মা-বাবার একমাত্র সন্তান।

সান্তা ক্লারা ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই সে ইলন মাস্কের প্রতিষ্ঠানটিতে কাজ করা শুরু করবে।

স্পেসএক্স-এর স্টারলিংক টিমে যোগদানের ব্যাপারে উচ্ছ্বসিত কাইরান বৃহস্পতিবার লিংকডইনে লিখেছে, সে ‘বিশ্বের সবচেয়ে সেরা কোম্পানির’ স্টারলিংক ইঞ্জিনিয়ারিং টিমে যোগ দিতে যাচ্ছে। কাইরান আরও লিখেছে, স্পেসএক্স সেই সব ‘বিরল’ কোম্পানিগুলোর মধ্যে একটি যারা কিনা তার বয়সের মতো পুরনো মানদন্ড দিয়ে তার সক্ষমতা ও পরিপক্কতা বিবেচনা করেনি। উল্লেখ্য যে, স্টারলিংক স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দানকারী প্রতিষ্ঠান।

সান্তা ক্লারা ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক সম্পন্ন করার আগেআগেই স্পেসএক্স-এর মতো প্রতিষ্ঠানে চাকরি পেয়ে গিয়েছে কাইরান। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট হিসেবেও ইতিহাস গড়তে যাচ্ছে এই কিশোর। জানা গেছে, স্পেসএক্স-এ কাজ শুরু করার জন্য মায়ের সঙ্গে প্লেজেন্টন থেকে ওয়াশিংটনের রেডমন্ডে চলে আসবে কাইরান।

Share করে সবাইকে জানিয়ে দিন।

Join Our Community bdengineer.com

Join Our Community Engineers Job in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *