December 23, 2024
Chicago 12, Melborne City, USA
Tech

৪০ কোটির বেশি টুইটার ব্যবহারকারীর তথ্য চুরি

Twitter

৪০ কোটির বেশি টুইটার ব্যবহারকারীর তথ্য চুরির ঘটনায় টুইটারের বিরুদ্ধে তদন্তে নামছে আয়ারল্যান্ডের একটি স্বাধীন তদন্তকারী সংস্থা। এই সংস্থার নাম ডেটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। তারা বলছে, নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট তথ্য সুরক্ষা আইন টুইটার মেনেছে কি না, তা তারা তদন্ত করবে। খুদে ব্লগ লেখার জনপ্রিয় মাধ্যম টু্ইটার এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন হ্যাকার দাবি করেন, ৪০ কোটির বেশি টুইটার ব্যবহারকারীর ফোন নম্বর, ই-মেইল ঠিকানাসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সাইবার হামলা চালিয়ে সংগ্রহ করেছেন। ওই হ্যাকারের দাবি, তথ্য চুরি হওয়া টুইটার ব্যবহারকারীদের তালিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারকা ও রাজনীতিবিদের নামও রয়েছে। এরপর সেগুলো হস্তান্তরের জন্য দুই লাখ মার্কিন ডলারও দাবি করেন ওই হ্যাকার।

প্রকৃতপক্ষে কতসংখ্যক ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। চুরি যে গেছে, তার নমুনা হিসেবে এখন পর্যন্ত অল্পসংখ্যক তথ্যই ফাঁস করেছেন হ্যাকার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, হ্যাকারের প্রকাশ করা তথ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের তথ্যও রয়েছে।

হ্যাকারের তথ্য হাতানোর দাবির ব্যাপারে জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের কাছে টুইটের মাধ্যমে এই ব্যাপারে বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। তবে তিনি সাড়া দেননি।

সূত্র: বিবিসি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *