April 5, 2025
Chicago 12, Melborne City, USA
Career Jobs Exam Result Jobs-Internship Private Sector Jobs

৯৮% ইন্টারভিউয়াররা আপনাকে একটি কমন প্রশ্ন করবে

যে কোম্পানিতেই ইন্টারভিউ দিতে যান না কেন, ৯৮% ইন্টারভিউয়াররা আপনাকে একটি কমন প্রশ্ন করবে। সেটি হল *“আপনার সম্পর্কে কিছু বলুন”* বা *“Introduce Yourself”।

নিচে বিভিন্ন অবস্থানের জন্য কীভাবে এই প্রশ্নের উত্তর দিতে হবে তা বিস্তারিতভাবে দেওয়া হলো।

১. এন্ট্রি-লেভেল পজিশন:
ফোকাস:* শিক্ষা, দক্ষতা, এবং কাজের প্রতি আগ্রহ।

উদাহরণ:
শুভ সকাল/বিকাল। আমার নাম [আপনার নাম]। আমি সম্প্রতি [আপনার বিশ্ববিদ্যালয়] থেকে [আপনার বিষয়] বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। পড়াশোনার সময় আমি [উল্লেখযোগ্য কোর্স, প্রজেক্ট, বা ইন্টার্নশিপ] নিয়ে কাজ করেছি। আমার বিশেষ দক্ষতা রয়েছে [উল্লেখযোগ্য দক্ষতা, যেমন: ডেটা অ্যানালাইসিস, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং ইত্যাদি]-এ। আমি অত্যন্ত আগ্রহী [কোম্পানির নাম]-এ আমার নতুন দৃষ্টিভঙ্গি এবং উৎসাহ নিয়ে কাজ শুরু করার জন্য। আমি এই পজিশনের মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে এবং [কোম্পানির নির্দিষ্ট লক্ষ্য] অর্জনে ভূমিকা রাখতে আগ্রহী।

২. মিড-লেভেল পজিশন:
ফোকাস: কাজের অভিজ্ঞতা, অর্জন, এবং ক্যারিয়ারের অগ্রগতি।
উদাহরণ:
“শুভ সকাল/বিকাল। আমি [আপনার নাম]। আমি [আপনার সেক্টর]-এ [X বছর] কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি। বর্তমানে আমি [বর্তমান কোম্পানির নাম]-এ [মূল দায়িত্ব, যেমন: টিম ম্যানেজমেন্ট, প্রজেক্ট পরিচালনা, ইত্যাদি] পরিচালনা করছি। আমার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে [নির্দিষ্ট সাফল্য, যেমন: উৎপাদনশীলতা বৃদ্ধি, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন, অথবা একটি সফল টিম নেতৃত্ব দেওয়া]। [কোম্পানির নাম]-এ কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত, কারণ এটি [নির্দিষ্ট দক্ষতা] এবং [সংশ্লিষ্ট শিল্পে আপনার আগ্রহ]-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।”

৩. টেকনিক্যাল পজিশন:
ফোকাস: টেকনিক্যাল দক্ষতা, সমস্যার সমাধান, এবং প্রাসঙ্গিক প্রজেক্ট।
উদাহরণ:
“হ্যালো, আমি [আপনার নাম]। আমি একজন [আপনার টাইটেল, যেমন: সফটওয়্যার ডেভেলপার] এবং আমার [X বছর] অভিজ্ঞতা রয়েছে [নির্দিষ্ট টেকনোলজি, যেমন: Python, Java, Cloud Computing] নিয়ে। [বর্তমান/পূর্ববর্তী কোম্পানির নাম]-এ আমি [উল্লেখযোগ্য প্রজেক্ট, যেমন: স্কেলেবল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যালগরিদম অপটিমাইজেশন] নিয়ে কাজ করেছি, যার ফলে [পরিমাণগত ফলাফল, যেমন: প্রসেসিং টাইম ২০% হ্রাস] অর্জিত হয়েছে। [কোম্পানির নাম]-এর [নির্দিষ্ট টেকনোলজি বা উদ্ভাবনী ক্ষেত্র]-এ কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত এবং আমি টিমের সাফল্যে অবদান রাখতে চাই।”

৪. সেলস বা ক্লায়েন্ট-ফেসিং পজিশন:
ফোকাস: যোগাযোগ দক্ষতা, ফলাফল, এবং গ্রাহককেন্দ্রিক মানসিকতা।
উদাহরণ:
“শুভ সকাল। আমি [আপনার নাম] এবং আমি সেলস এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে দীর্ঘ [X বছর] অভিজ্ঞ। এই সময়ের মধ্যে আমি সফলভাবে [বিক্রয় বৃদ্ধি, গ্রাহক সম্পর্ক তৈরি, নতুন মার্কেট প্রসার]-এ অবদান রেখেছি। আমার মূল লক্ষ্য হল গ্রাহকের চাহিদা বোঝা এবং তাদের জন্য উপযোগী সমাধান প্রদান করা। আমি আনন্দিত যে [কোম্পানির নাম]-এ আমার সম্পর্ক তৈরি করার দক্ষতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে পারব।”

সকল পজিশনের জন্য টিপস:
১। সংক্ষিপ্ত থাকুন:* ১-২ মিনিটের মধ্যে নিজের পরিচয় সম্পন্ন করুন।
২। উপযুক্তভাবে উপস্থাপন করুন: আপনার পটভূমির এমন দিক তুলে ধরুন যা পজিশনের সাথে প্রাসঙ্গিক।
৩। আত্মবিশ্বাসী থাকুন: চোখে চোখ রেখে কথা বলুন, হালকা হাসি বজায় রাখুন এবং স্পষ্টভাবে কথা বলুন।

From- Engr Nazmul Alam Chopol

Head of Operations and Business Development at Mahir Groups

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *