আজ ২০ব্যাচের ২য় ওরিয়েন্টেশন হলো (অফলাইনে ১ম)।
বুয়েট এর মাননীয় উপাচার্য স্যার এর বক্তব্যের কিছু লাইন শুনে খুব ভালো লাগলো –
“আজ থেকে তোমাদের শরীরে বুয়েটিয়ান সিল লেগে গেছে,আজীবন ঘষলেও এই সিল যাবেনা “
” আশেপাশের মানুষ যখন জিজ্ঞেস করবে কোথায় পড়ো,,যখন শুনবে বুয়েট,,ঠিকই একটা অন্যরকম ভালো চোখে তোমাকে সম্বোধন করবে,,”
“তোমরা এখন বুয়েট পরিবারের সদস্য,এই প্রতিষ্ঠান এর মান রাখার দায়িত্ব তোমাদের হাতে”
“তোমরা যেদিন বুয়েটের টিকার রেজাল্ট পেয়েছো ঐদিন থেকে তোমার এক পা দেশে আরেক পা আমেরিকায়”
“দেশের মানুষের টাকায় পড়ালেখা করছো এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠে,,তাদের ঋণ শোধ করবে কীভাবে তা তোমাদের ভেবে দেখতে হবে”
আরো অনেক মোটিভেশন দিয়েছেন স্যার,,,আগামীতে কিছুদিন পরই ক্যাম্পাসে ২১ ব্যাচ ঢুকবে,,তাদের ও এমন সুন্দর দিন গুলা আসবে….ভালো করে লেখাপড়া করো,,,
তুমি যদি যোগ্য হও বুয়েট তোমাকে ঠিকই খুজে নিবে,অনেক দোয়া।
মাহি খান
মেকানিকাল,বুয়েট ২০
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh