টেন্ডার জালিয়াতি ও উন্নয়ন কাজ সম্পুর্ণ না করেই কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে।
প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন। এদিকে তার বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হেলাল উদ্দিন পাটোয়ারীর মূল পদবি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার (গ্রেড-৪) হলেও তাকে প্রধান প্রকৌশলী পদ ব্যবহার করে গ্রেড-৩ এ বেতন-ভাতাদি আহরণ করার বিশ্ববিদ্যালয় বা সরকারি সিদ্ধান্তমূলক কাগজপত্র এবং বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর আইন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত ৯ মে (সোমবার) দুদকের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন কে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপনে জারি করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যলয় যশোর।
উক্ত প্রজ্ঞাপনে আগামীকাল, (১৬ মে) সকাল দশ ঘটিকার মধ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেন এর নিকট নিম্নলিখিত কাগজপত্র সরবরাহ করার জন্য বলা হয়েছে।
Share করে সবাইকে জানিয়ে দিন
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh