আন্তর্জাতিক মন্ডলে আবারও সাফল্য পেল বাংলাদেশ! বিশ্বের ১২টি দেশের ২২টি বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে সিগন্যাল প্রসেসিং কাপে চ্যাম্পিয়ন হয়েছে বুয়েটের ‘টিম সিন্থেসাইজার’।
এবারে প্রতিযোগিতায় তাদেরকে পাঁচটা কণ্ঠস্বর দেওয়া হয়েছিল। সঙ্গে ছিল কয়েক হাজার নমুনা কণ্ঠ। নমুনাগুলো ছিল কম্পিউটার বা মেশিন দিয়ে তৈরি, তবে অবিকল মানুষের মতো। তাদের কাজ ছিল এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম তৈরি করা, যা এই হাজারো কণ্ঠস্বরের মধ্য থেকে ওই পাঁচটা কণ্ঠস্বর আলাদা করতে পারবে। বুয়েটের দলটি সফলভাবেই প্রোগ্রামটা তৈরি করতে পেরেছিল!
উল্লেখ্য IEEE প্রতিবছর সিগন্যাল প্রসেসিং কাপ নামে একটি প্রতিযোগিতা আয়োজন করে তারা। এ বছর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল। ‘টিম সিন্থেসাইজার’ নামের দলটির সদস্যরা হলেন জাবের ইবনে আব্দুল হাকিম, আওসাফুর রহমান, বিস্ময় পাল, নাজিবুল হক সরকার। আওসাফুর ও বিস্ময় তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ছাত্র। নাজিবুল ও জাবের পড়ছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে। সবাই বুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। একই প্রতিযোগিতায় বুয়েটের অন্য একটি দল হয়েছে দ্বিতীয় রানারআপ।
Share করে সবাইকে জানিয়ে দিন
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh