চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এবারের ভর্তি পরীক্ষায় এবার একটি ইউনিট ও উপ-ইউনিটের প্রশ্নপত্রের মানবণ্টনে পরিবর্তন আনা হয়েছে। বি–ইউনিট ও বি-১ উপ-ইউনিটের প্রশ্নপত্রে গত বছর বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫ নম্বর এবং ইংরেজি ছিল ৩৫ নম্বর করে।
আর সাধারণ জ্ঞান ছিল ৩০ নম্বরের। এবার সাধারণ জ্ঞান থাকবে ৪০ নম্বরের। আর বাংলা বা ঐচ্ছিক ইংরেজি এবং ইংরেজিতে কমবে ৫ নম্বর করে।
এসব তথ্য নিশ্চিত করে ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, গতবারের মতো এবারও স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২০ নম্বরে হবে। এর মধ্যে ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। বাকি ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ নাসিম হাসান বলেন, ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসে হবে। সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষার কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Share করে সবাইকে জানিয়ে দিন
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh