মার্কিন ধনকুবের ও টেসলা সিইও ইলন মাস্ক মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনতে ৪৩ বিলিয়ন (৪৩০০ কোটি) ডলারের একটি প্রস্তাব দিয়েছেন। তার এই প্রস্তাবের পর সোশাল মিডিয়া কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। মাস্ক বলছেন, টুইটারের বিকাশ এবং মুক্তমতের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তিনি এটি কিনতে চান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
বৃহস্পতিবার নিজের টুইটারে অ্যাকাউন্টে মাস্ক লিখেছেন, টুইটারের অসাধারণ সম্ভাবনা রয়েছে। আমি তা উন্মুক্ত করতে চাই।
জানা গেছে, মাস্ক টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন বৃহস্পতিবার। এতে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্কের প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়েছে বলে। মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, সে খবর প্রকাশের আগে লেনদেনের শেষ দিন ছিল ১ এপ্রিল।
এদিকে গত ১২ এপ্রিল টুইটারের সাবেক শেয়ারহোল্ডাররা মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন।
তাদের দাবি অনুযায়ী, মাস্ক তার ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনার তথ্য প্রকাশে বিলম্ব করে মার্কিন নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন।
ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা ক্লাস-অ্যাকশন মামলায় বলা হয়েছে, মাস্ক তার শেয়ার কেনার কথা প্রকাশ না করে ‘বস্তুগতভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর বিবৃতি’ দিয়েছে।
ইউএস ফেডারেল সিকিউরিটি আইন অনুযায়ী, যখনই কোনো বিনিয়োগকারী কোনো কোম্পানির কমপক্ষে ৫ শতাংশ শেয়ার কিনবেন, কেনার ১০ দিনের মধ্যে শেয়ারের পরিমাণ অবশ্যই প্রকাশ করতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক তার টুইটার শেয়ার কেনার বিষয়টি চূড়ান্ত করেছেন ১৪ মার্চ। কিন্তু ২৪ মার্চের মধ্যে মাস্ক তার শেয়ার কেনার কথা প্রকাশ করেননি।