পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন। সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলিত দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন আগামী ২৮ জুন (মঙ্গলবার) পূর্বাহ্ন হতে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী মো. কামাল হোসেন ভাতাদি প্রাপ্ত হবেন।
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link – bdengineer.com
PageLink- Engineers Job in Bangladesh