ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৫ নভেম্বর ২০২২) আইইবি খুলনা কেন্দ্রের সোনাডাঙ্গা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর, আইইবির প্রেসিডেন্ট মো: নুরুল হুদা, ভাইস প্রেসিডেন্ট মো: নুরুজ্জামান,খন্দকার মনজুর মোর্শেদ, মোহাম্মদ হোসাইন, এস. এম. মনজুরুল হক মঞ্জু, আইইবির সম্মানী সাধারণ সম্পাদক মো: শাহাদাৎ হোসেন শীবলু, পিইঞ্জ।
আইইবি খুলনা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইবির সহকারি সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন, আবুল কালাম হাজারী, প্রতীক কুমার ঘোষ, আইইবি ঢাকা সেন্টারের সম্পাদক খায়রুল বাসার, আইইবির যন্ত্রকৌশল বিভাগের সম্পাদক আবু সাইদ হিরো প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচ আর ডি) অধ্যাপক ড. সোবহান মিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (এপি এন্ড এস ডব্লিউ) অধ্যাপক ড. মনিরুজ্জামান।
From- IEB News
Share করে সবাইকে জানিয়ে দিন।
Page Link- Engineers Job in Bangladesh
.
Page Link- Diploma Engineers of Bangladesh